এবার র্যাব-১১’র অভিযানে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে লুণ্ঠিত অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আড়াইহাজার থানার বিল্ডিংয়ের পূর্বপাশের সীমান প্রাচীরের বাহিরে ঝোপের ভেতর থেকে পরিত্যক্তাবস্থায় ১টি শটগান, ১৯ রাউন্ড শটগানের গুলি ও ১টি হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।
র্যাবের এএসপি সনদ বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি জানানো হয় যে, কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এক সময়ে গণঅভ্যুত্থানে রূপ নেয় এবং সরকারের পতন হয়। গত ৫ আগস্ট দুপুরে ছাত্র-জনতা যখন বিজয় উল্লাস করছিল তখন কিছু সুযোগ সন্ধানী দুষ্কৃিতকারীরা দেশের বিভিন্ন থানা হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগসহ লুটপাট করে। এদিন আড়াইহাজার থানায় দুর্বৃত্তরা আক্রমণ, ভাঙচুর ও আগুন দিয়ে অস্ত্র এবং গোলাবারুদসহ বিভিন্ন সরকারি সম্পদ লুটপাট করে।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে একই সাথে এ বিষয়ে তৎপর রয়েছে র্যাব।









Discussion about this post