মধ্যরাতে রূপগঞ্জ বিএনপি ও সহযোগী সংগঠনের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (৬ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে উপজেলার মুড়াপাড়া মঠেরঘাট এলাকায় অবস্থিত মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের কার্যালয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকান্ডের ঘটনায় জেলা ‘গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমন ঘটনায় নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমন জানান, রাত আনুমানিক ২টার দিকে দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন লাগিয়ে দেয়। এতে কার্যালয়ে থাকা চেয়ার-টেবিলসহ ফ্যান পুড়ে যায়। খবর পেয়ে ভোর ৪টার দিকে নেতাকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির বলেন, যাদের রাজনৈতিক যোগ্যতা শূন্যের কোটায়, তারাই বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে। আমি আশা করবো যারা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।









Discussion about this post