‘আমরা এই জাতি এখনো পরিবর্তন হতে পারিনি। কারণ, প্রশাসনে এখনো হাসিনা রেজিমের থাবা রয়ে গেছে। চাঁদাবাজদের অবস্থা এখনো আগের মতোই আছে ।’
এভাবেই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম শনিবার (১২ অক্টোবর) ইসদাইরে কমিউনিটি সেন্টার ‘বাংলা ভবন’ এ নারায়ণগঞ্জ মহানগর ছাত্র শিবির আয়োজিত ‘সাথী সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, ‘বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা.) আমাদের একমাত্র মডেল। আমরা তাকেই অনুসরণ, অনুকরণ করবো। এবং জীবনের সর্বক্ষেত্রে রাসূলের আর্দশ মেনে চলবো। তাহলেই দুনিয়ায় শান্তি ও আখিরাতে মুক্তি। এবং এই রোগাক্রান্ত সমাজ ব্যবস্থাকে আমাদেরই সুস্থ করে তোলতে হবে।’
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগর শাখার আমীর মাওলানা আবদুল জব্বার।
তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের সময় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সরকারকে মানবিক হিসেবে দাড়াতে হবে, যারা মানুষ হত্যা করেছে তাদের বিচার করতে হবে। দেশের উন্নতি সাধনে ছাত্রশিবিরকে জ্ঞানের রাজ্যে রাজত্ব করতে হবে।’
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবিরের সভাপতি আসাদুজ্জামান রাকিবের সভাপতিত্বে সাথী সমাবেশে আরো উপস্থিততে ছিলেন শিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক মো. শাফিউল্লাহ, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মো. সিবগাতুল্লাহ, ছাত্র শিবিরের নারায়ণগঞ্জ জেলা সভাপতি আবু সুফিয়ান, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সেক্রেটারি মানোয়ার হোসাইন, জেলা জামায়াতের সেক্রেটারি জাকির হোসাইনসহ অন্যান্যদের উপস্থিতিতে কেন্দ্রীয় কর্ম পারিষদের সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমাদ বলেন, ‘সকলেই যেন ভালো মুসলিম হতে পারি সেই প্রচেষ্টা করতে হবে।’









Discussion about this post