রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
বুধবার রাতে উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চার জন হলেন- উপজেলার তারাবো দক্ষিণপাড়া এলাকার মাসুদ ভূঁইয়ার ছেলে শ্রাবণ (২১), রহিম প্রধানের ছেলে সিয়াম (২২), সোহেল ভূঁইয়ার ছেলে সাহেদ (২২) ও নোয়াপাড়া এলাকার রফিকের ছেলে বিজয় (২০)।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, রাতে কিশোর গ্যাংয়ের সদস্যরা ঢাকা-সিলেট মহাসড়কের বরপা এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে খবর পেয়ে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। পরে ওই চার জনকে গ্রেপ্তার করা হয় এবং দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন ওসি।









Discussion about this post