সিদ্ধিরগঞ্জে ‘মাল্টি ইলেক্ট্রনিক্স’ এর শো-রুমে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জপুলস্থ এমএস টাওয়ারের মাল্টি ইলেক্ট্রনিক্স শোরুমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
তবে খবর পেয়ে খুব দ্রুত ফায়ার স্টেশনের লোজজন এসে আগুন নিয়ন্ত্রণ করায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ‘মাল্টি ইলেক্ট্রনিক্স’ এর শো-রুমের ম্যানেজার।
ঘটনাস্থলে যাওয়া আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: মিলন মিয়া জানান খবর পেয়ে আমারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই।
তবে এই মুহুর্তে ধরানা করা যাচ্ছে শো-রুমের ভিতরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানিয়েছেন।
এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান মিলন মিয়া।









Discussion about this post