এবার নারায়ণগঞ্জ সদর থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলনের সময় একটি হত্যাকান্ডে দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর বীর প্রতীক কেজ দুই (২) দিনের রিমান্ড দিয়েছে আদালত। আজ বুধবার (৬ নভেম্বর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালেতের বিজ্ঞ বিচারক শামীমা আক্তার এ রিমান্ড মঞ্জুর করেন।
এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য এ মামলায় তাকে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।’
আদালত পুলিশের পরিদর্শক মোহাস্মদ কাইয়ুম সাংবাদিকদের এ তত্য নিশ্চিত করে বলেন, ছাত্র জনতার আন্দোলনের সময় সংগঠিত একটি হত্যা মামলায় আসামি গোলাম দস্তগীর গাজীকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।









Discussion about this post