নারায়ণগঞ্জ ১ আসনের পরিবার নিয়ে পলাতক সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর ঘনিষ্ট সহচর নানা অপরাধের হোতা আড়াইহাজার উপজেলার সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপনের পাঁচ (৫) দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালতের বিজ্ঞ বিচারক।
আজ বুধবার (১৩ নভেম্বর) বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুসরাত জাহান বিথি রিমান্ডের আবেদন মঞ্জুর করেন।
সাইফুল ইসলাম স্বপনের পাঁচ (৫) দিনের রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আব্দুল কাইউম খান।
মঙ্গলবার (২ নভেম্বর) রাতে সদর উপজেলার ফতুল্লা থানাধীন দক্ষিণ সস্তাপুর এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে সাইফুল ইসলাম স্বপনকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ ।
নজরুল ইসলাম বাবুর এই ঘনিষ্ট সহযোগী সাইফুল ইসলাম স্বপন আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের খাইল্লারচর এলাকায় তার বাড়ি ।









Discussion about this post