নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশিপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ স্বামী শরিকুল কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত শরিকুল হাজীপাড়া (জোলাপাড়া) এলাকার আনোয়ার হোসেনের ছেলে। সেই সঙ্গে নিহত সানোয়ারা বেগম (৩২) একই এলাকার জোলাপাড়ার মৃত হেলাল উদ্দিনের মেয়ে।
ঘটনাটি ঘটেছে বুধবার ১৩ নভেম্বর বিকেলে।
তাদের সংসারে দুই মেয়ে সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত ১৫ দিন পূর্বে শরিফুল ইসলাম সিঙ্গাপুর থেকে দেশে আসেন।
ঘটনার কিছুক্ষণ পূর্বে ছোট মেয়ে সাদিয়া মায়ের বাধা উপেক্ষা করে বাড়ির ছাদে খেলতে যায়। আর মা সানোয়ারা ক্ষিপ্ত হয়ে ছোট মেয়ে সাদিয়ারকে চর থাপ্পড় দেয়।
আর বাচ্চাকে মারধর করায় স্বামী-স্ত্রীর মধ্যে কথা তর্কাতর্কির এক পর্যায়ে শরিফুল ইসলাম ঘরের ভেতরে থাকা ছুরি দিয়ে স্ত্রীকে সানোয়ারাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে।
গলায়, পেটে ও বুকের একাধিক স্থানে ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সানোয়ারার। এমন ঘটনায় হতভম্ব হয়ে শরিফুল তার স্ত্রীর মরদেহের পাশেই অবস্থান নেয়।
এমন হত্যাকাণ্ডের পর ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শরিফুল ইসলামকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে ।









Discussion about this post