জানা গেছে, একটি কক্ষে বসে মাদক সেবন করেন বাবু ও মিলন। পরে ওই কক্ষ থেকে মিলনের সাড়ে চার হাজার টাকা চুরি হওয়ার অভিযোগ তুলে বাবুকে চোর চোর বলে ধাওয়া দিলে নলুয়াপাড়া মাঠে নিয়ে বাবুকে মারধর ও ইট দিয়ে আঘাত করেন মিলন।
এতে গুরুতর আহত হলে তাকে নারায়ণগঞ্জ জেনারেল? ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এমন খবরে পুলিশ নিহতের লাশ মর্গে পাঠায় ও অভিযুক্ত মিলন মিয়াকে আটক করে।
এ বিষয়ে সদর মডেল থানার নব নিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আহমেদ জানান, ‘নিহত বাবু ও হামলাকারী তারা দুজন মাদকসেবী । মাদক সেবনের পরে টাকা চুরির অভিযোগে বাবুকে ধাওয়া দিয়ে পিটিয়েছেন। পরে হাসপাতালে মৃত্যু হয়েছে।
অভিযুক্ত মিলনকে আটক করা হয়েছে। ময়ানতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান নাসির আহমেদ।









Discussion about this post