এবার সোনারগাঁওয়ে মেঘনা গ্রুপ কনস্ট্রাকশনের পাইপ উপরে উঠানোর সময় বিদ্যুতায়িত হয়ে দুইজন শ্রমিক দগ্ধ হয়ে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। দুইজন শ্রমিকের মধ্যে একজন অত্যান্ত মারাত্মক বলে জানিয়েছেন বার্ণ ইউনিটের চিকিৎসক ।
রোববার (২৪ নভেম্বর) বিকেল ৪টায় দগ্ধ অবস্থায় দুই জনকে উদ্ধার করে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির বিভাগে নিয়ে আনার পর চিকিৎসা শুরু করা হয। মো. নজেল(২০) ও মো রিপন (২০) দুই জন দগ্ধ ই গুরুতর।
শ্রমিক রিপনের মামা কালাম জানায়, মেঘনা গ্রুপে কনস্ট্রাকশনের কাজে মো. নজেল(২০) ও মো রিপন (২০) পাইপ নিয়ে উপরে যাচ্ছিলো। কাজের সাইডের পাশেই বিদ্যুতের মেইন লাইনের সঙ্গে ওই স্টিলের পাইপ স্পর্শ করতেই দুইজনই দগ্ধ হয়ে লুটিয়ে পরে। এমন ঘটনায় দ্রুত মো. নজেল(২০) ও মো রিপন (২০) কে উদ্ধার করে ন্যাশনাল ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আনার পর ভর্তি করে চিকিৎসা মুরু করা হয়েছে।
দগ্ধ রিপনের অবস্থা খারাপ হওয়ায় (আইসিইউ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে পাঠানো হয়েছে। দগ্ধ রিপনের বাড়ি নীলফামারী জেলার জলঢাকায় ।
এ বিষয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান নিশ্চিত বলেছেন, ‘সোনারগাঁও থেকে বিদ্যুতায়িত স্পর্শ হয়ে দগ্ধ হয়ে মো. নজেল(২০) ও মো রিপন (২০) দুইজন শ্রমিককে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে মো. রিপনের ৯৭ শতাংশ ও নজেলের শরীরের ১১ শতাংশ দগ্ধ হয়েছে। রিপনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে পাঠানো হয়েছে। আমাদের সাধ্য মতো চিকিৎসা প্রদান করা হচ্ছে । কোন ধরণের ত্রুটি বিচ্যুতির সুযোগও নাই ।’









Discussion about this post