এবার আড়াইহাজারে ৪৪ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারীকে আটক করেছে র্যাব।
র্যাব ১১ জানায়, শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় আড়াইহাজারের বিশনন্দী ফেরিঘাট এলাকায় যাত্রী ছাউনীর সামনে থেকে আটক করে দুই মাদক কারবারীদের।
এ সময় আটককৃতরা হলো গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার লনতলা গ্রামের সানোয়ার হোসেনের ছেলে মোঃ লাইজু কবিরাজ ওরেফ রাজু (২৫) ও ময়মনসিংহ জেলার ফুলপুর এলাকার রবিউল হাসানের পুত্র ফারদিন (২৫)।
‘গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে মাদক ব্যবসায়ীরা বিশনন্দী ফেরিঘাটে যাত্রী ছাউনীর সামনে মাদকসহ অবস্থান করতেছে, এমন সংবাদে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ দুই জনকে আটক করে তল্লাশী করে তাদের জিম্মায় থাকা ৪৪ কেজি গাঁজা পায়।’ এমনটি জানায় র্যাব-১১।
এ ঘটনায় র্যাব আরো জানায়, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে আড়াইহাজারসহ নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে বিক্রি করতেই এই মাদক নিয়ে আসছিলো তারা।
গাজাসহ তাদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় হস্তান্তরের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে মাদক কারবারীদের বিরুদ্ধে।









Discussion about this post