রূপগঞ্জের এক সময়ের অজোপাড়া গা খ্যাত কেরাব রানীপুড়া এলাকার জুয়েলারী ব্যবসায়ী সোহেল হত্যার ঘটনায় জড়িত থাকায় কাশেম মিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে পুলিশ।
শুক্রবার দিবাগত (৩০ নভেম্বর) রাতে রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
আজ শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় জুয়েলারী ব্যবসায়ী সোহেল হত্যার ঘটনায় জড়িত থাকায় কাশেম মিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিন এর এর খাস কামড়ায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ আদালতের পুলিশ ইন্সপেক্টর মো: কাউয়ুম খান।
গ্রেফতারের পর পরই প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেলকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করার বিষয়টি স্বীকার করেছে কাশেম মিয়া।
গ্রেপ্তারকৃত কাশেম মিয়া রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকার বাসিন্দা।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, ৪ অক্টোবর সকালে রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার রানীপুড়া বাজারে একটি দোকানে জুয়েলারী ব্যবসায়ী সোহেলের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা শফিউল্লাহ বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করলে এ বিষয়ে পুলিশ নানাভাবে তদন্ত চালিয়ে আধুনিক প্রযুক্তির সহায়তায় শুক্রবার রাতে চরপাড়া এলাকা থেকেকাশেম মিয়াকে গ্রেফতার করে।
লিয়াকত আলী আরো বলেন, কাশেম মিয়া জানিয়েছেন, গত ৩ অক্টোবর রাতে নিহত সোহেলের মালিকানাধীন জুয়েলারী দোকানে সোহেল ও কাশেম একসাথে রাতে ঘুমানোর জন্য অবস্থান নেয় । রাতে সোহেল দেশীয় মদ ও ইয়াবা সেবন খেয়ে নেশা করে। এমন নেশা করার পর সোহেল জোরপূর্বক কাশেমের সাথে অনৈতিক কাজ করার চেষ্টা করলে দুই জনের মধ্যে হাতাহাতি ঘটনার এক পর্যায়ে কাশেম দোকানে থাকা স্বর্ণালংকার তৈরির কাজে ব্যবহৃত লোহার হাতুড়ি দিয়ে সোহেলের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় সোহেলের। পরে সে পালিয়ে যায়।









Discussion about this post