এমন অস্বাস্থ্যকর বাতাসের স্কোর ও দেশের পরিবেশে মারাত্মক অবনতির খবরের পর এবার আবার নড়েচড়ে উঠবে পরিবেশে অধিপ্তরের অসাধূ চক্র। পরিবেশ মারাত্মক হলেও অথবা পরিবেশ নিয়ে প্রশ্ন দেখা দিলেই অথবা পরিবেশ ও বন মন্ত্রণালয়ের কোন কর্মকর্তাদের কড়া নজরদারী দেখা দিলেই যেন নতুন ও অভিনব বাণিজ্য শুরু করে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী, পিয়ন ও তাদের দালাল চক্র।
এক্ষেত্রে ইটভাটার এক শ্রেণীর দালাল, ডাইং ব্যবসাযীদের জন্য এক শ্রেণীর দালাল, পলিথিন ব্যবসাযীদের ক্ষেত্রে এক শ্রেণীর দালাল ছাড়াও সকল মিল ফ্যাক্টরী কিংবা ক্লিনিক ডায়াগণস্টিক সেন্টার থেকে দালাল চক্র প্রতিমাসের ১ তারিখ থেকে ১০ তারিখের মধ্যে পূর্ব নির্ধারিত মাসোয়ারা নিয়ে হাজির হচ্ছে পরিবেশ অধিদপ্তরের কর্তকর্তাদের টবিলে। আর এমন ঘুষ বাণিজ্য কিংবা মাসোয়ারা স্বয়ংক্রিয়ভাবেই চলছেই মাসের পর মাস বছরের পর বছর। কর্মকর্তা কর্মচারী বদলী হলেও ওই মাসোয়ারা স্বয়ংক্রিয়ভাবেই চলমান রয়েছে কোন বিতর্ক ছাড়াই। আর এমন স্বয়ংক্রিয়ভাবে চলমান ঘুষের খবর কোন অবস্থাতে ব্যত্যয় ঘটলে পরিকল্পনা হয় মোবাইল কোর্ট পরিচালনা করে নিজেদের সহি (সাধু) হিসেবে প্রচার চালানোর ।
সেই প্রচারের অংশ হিসেবে প্রতি মাসে কয়েক দফা নির্বাহী ম্যাজিস্ট্রেটগণদের নানাভাবে বিভ্রান্ত করে মোবাইল কোর্ট পরিচালনা করে অভিনব বাণিজ্যে মেতে উঠে এই অসাধু চক্র ।
এভাবেই চলছে নারায়ণগঞ্জের পরিবেশ অধিদপ্তরের অসাধু চক্র । যাদের কোন লাজ লজ্জা নাই বলেও মন্তব্য করে ব্যবসাযীরা ক্ষোভ প্রকাশ করলেও পরিবেশ উন্নয়নে কোন কাজ করে না এই দপ্তরের প্রায় ৯৯ শতাংশ কর্মকর্তা কর্মচারী ।
আজকেও এমন দূষণের এই তালিকায় শীর্ষে রাজধানী ও আশেপাশের জেলা। আর এমন খবরে আবার নারায়ণগঞ্জ জেলায় নতুন নাটক মঞ্চায়ন করবে পরিবেশ অধিদপ্তরের পরিচালকরা । অসংখ্যবারের মতো যেমনটি করেছে গত বুধবার ৪ ডিসেম্বর। `এমন নাটক মঞ্চায়ন তো পুরানো ঘটনা‘ বলেও ক্ষোভ প্রকাশ করেছেন এক ব্যবসাযী।
শুক্রবার আজ (৬ ডিসেম্বর) ছুটির দিন। সরকারি প্রায় সকল বেসরকারী সব প্রতিষ্ঠান, স্কুল-কলেজ বন্ধ। তারপরও বায়ু দূষণ শীর্ষ অবস্থনে আমাদের বাংলাদেশ। বিশ্বের দূষণের এই তালিকায় শীর্ষে উঠে এসেছে রাজধানী । দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের শহর হো চি মিন।
আজ সকাল ৮টা ৫৬ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে প্রকাশ করেছে এমন তথ্য।
সারাবিম্বের বায়ুদূষণ তালিকার শীর্ষে অবস্থান করা ঢাকার দূষণ স্কোর ২৪২ অর্থাৎ এই শহরের বাতাস অত্যান্ত অস্বাস্থ্যকর। আর দ্বিতীয় অবস্থানে থাকা হো চি মিন শহরের দূষণ স্কোর ১৯০। অর্থাৎ সেখানকার বাতাসও রয়েছে অস্বাস্থ্যকর পর্যায়ে।
এমন প্রথম – দ্বিতীয় স্থান তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের দুটি শহর করাচি ও লাহোর। ভারতের দিল্লি রয়েছে ৭ নম্বরে। ওই দেশের বাতাসও রয়েছে অস্বাস্থ্যকর পর্যায়ে ।
বাতাসের স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধারণা করা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় দূষণের স্কোর ১০১ থেকে ১৫০।
১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।









Discussion about this post