গাজার আড্ডায় মোবাইল নিয়ে তর্কের জের ধরে ফতুল্লায় বুড়িগঙ্গা নদীর তীরে সজিব দেবনাথকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তি জবানবন্দি প্রদান করে। পৃথক দুটি আদালতে এমন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে রবি ও সাজ্জাদ নামের নিহতের দুই বন্ধু।
সোমবার (৯ ডিসেম্বর) বিকালে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পৃথক দুটি আদালত ফতুল্লার পাগলা নয়ামাটি মন্দির সংলগ্ন এলাকার বিজয়ের পুত্র রবি (১৮) ও পাগলা স্কুল সংলগ্ন এলাকার মিঠুর পুত্র সাজ্জাদের (১৮) জবানবন্দি গ্রহণ করেন।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত এমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় বুড়িগঙ্গা নদীর তীরে তিন বন্ধু গাজা সেবনের আড্ডার এক পর্যায়ে মোবাইল ফোন নিয়ে তর্কের জেরে সজিব দেবনাথকে (২৮) ছুরিকাঘাত করে রবি ও সাজ্জাদ। সাথে সাথেই ঘটনাস্থলেই মারা যায় সজিব। তখন রবি ও সাজ্জাদ পালিয়ে যাওয়ার সময় খবর পেয়ে ধাওয়া করে তাদের আটক করে স্থানীয় লোকজন ।
এ ঘটনায় তার নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। নিহত সজিব দেবনাথ (২৮) বরগুনা জেলার সদরের কাঠপট্টি রোডের আশুতোষ দেবনাথের পুত্র ।









Discussion about this post