বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কদের মাইক্রোবাস আটকে সোনারগাঁয়ের ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ ।
তবে এ ঘটনায় আসামীরা উক্ত ছিনতাইয়ের অপরাধ শিকার করেনি বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৯ ডিসেম্বর) দিবারাতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারী।
ছিতাইকারীর ঘটনায় আটককৃতরা হলো : সোনারগাঁয়ের পিরোজপুরের বিল্লাল হোসেন ও ঘটনাস্থলের পাশের গ্রামের মোবারক হোসেন।
মো. আব্দুল বারী বলেন, ওই গাড়ি ছিনতাইয়ের ঘটনার পর থেকে সাড়াসী অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয় । চিহ্নিত ছিনতাইকারী এরা। এদের বিরুদ্ধে একাধিক ছিনতাই মামলা থাকলেও এ ঘটনায় তারার একনো স্বীকার করে নাই। তবে আটককৃতদের আমরা রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করবো এবং ঘটনার সব তথ্য উদঘাটনের চেষ্টা অব্যাহত রয়েছে ।
৮ ডিসেম্বর (রোববার) রাত ২টার দিকে সাংগঠনিক কাজে ঢাকা থেকে বান্দরবানে যাওয়ার পথে সোনারগাঁয়ের মোগরাপাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌঁছানোর পর ছিনতাইকারীরা সমন্বয়কদের মাইক্রোবাসটি আটকে তাদের সঙ্গে থাকা মোবাইল ফোন, মানিব্যাগসহ মূল্যবান মালামাল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ছিনতারীদের হামলায় কয়েকজন সমন্বয়ক আহত হয়ে চিকিৎসা গ্রহণ করেন।









Discussion about this post