রূপগঞ্জে মেটাসেন্টার লিমিটেড ডকইয়ার্ড নামের একটি প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় ছাত্র দলের দুই নেতাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে ।
আজ রোববার (১৫ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার দড়িকান্দি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে যৌথ বাহিনীর সদস্যরা ।
যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তারকৃতরা হলো : নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সম্পাদক মেহেদী হাসান রিপন (৩২), উপজেলার দড়িকান্দি এলাকার হাসান আলীর ছেলে পাপ্পু মিয়া (৩৩) ও সাদিকুল ইসলাম সাদু (৪০), মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আকিব হাসান (৩০) ।
রূপগঞ্জ থানা পুলিশ জানায়, ১৮ নভেম্বর মুরাপাড়া এলাকার মেটা সেন্টার লিমিটেড ডকইয়ার্ডে ডাকাতি ঘটনা ছাড়াও একই ডাকাত দল ৪ ডিসেম্বর ওই ডকইয়ার্ডের কর্মকর্তাদের উপর আক্রমণ করায় তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য নানাভাবে হুমকি দেয়ে কর্মকর্তাদের বাধ্য করার চেষ্টা চালায়। গ্রেফতারকৃত মেহেদী হাসান রিপন ও আকিব হাসানের নেতৃত্বে পরিচালিত এ চক্রটির বিরুদ্ধে এই এলাকায় একাধিক চাঁদাবাজি ও ডাকাতির অভিযোগ রয়েছে পুর্ব থেকেই । রূপগঞ্জ সেনা বাহিনীর ক্যাম্পের বিভিন্ন টহল দল দীর্ঘদিন ধরে এ চক্রটিকে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছিলো । আর চক্রটি বেশিরভাগ সময় এলাকায় থাকত না এবং খুব অল্প সময়ের জন্য এলাকায় এসেই নানা ধরেণের অপরাধ করেই স্থান ত্যাগ করতো। ১৫ ডিসেম্বর রাত ৩টায় রূপগঞ্জ আর্মি ক্যাম্প ও পুলিশের একটি দল তাদের এলাকায় অবস্থান নিশ্চিত করে যৌথ অভিযান চালিয়ে ডকইয়ার্ডের ডাকাতি মামলায় এজাহারনামীয় চিহ্নিত এই ৪ জনকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী গণমাধ্যমকে বলেন, আজ রোববার গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।









Discussion about this post