রূপগঞ্জে পূর্বাচলে মটর সাইকেল উদ্ধারসহ তরুন তরুনীর মরদেহ উদ্ধারের পর এবার কুড়িল বিশ্বরোড-কাঞ্চন সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুর রউফ ও শিপন নামে মোটর সাইকেলের দুই আরোহীর মরদেহ উদ্দার করেছে পুলিশ।
আজ বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে পূর্বাচল উপ শহরের ৩শ ফুট সড়কের ভূঁইয়া বাড়ী ব্রিজ এলাকায় এই দুর্ঘটনায় মৃত্যুবরন করে তারা। ঢাকা থেকে কাঞ্চনের দিকে যারওয়ার সময় এ দূর্ঘটনার শিকার হন তারা ।
দূর্ঘটনার বিষয়ে রাকিব হাসান বলেন, বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক এলাকায় নিহত আব্দুর রউফ ও শিপনের মোবাইলের দোকান রয়েছে। আজ বুধবার (১৮ ডিসেম্বর) মার্কেট বন্ধ থাকায় তারা ৬টি মোটর সাইকেলযোগে ১২ জন বন্ধু পূর্বাচলের ৩০০ ফুট সড়ক দিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে রওয়ানা দেয় । । দুপুরের দিকে তারা পূর্বাচলের ৩নং সেক্টরের ভুঁইয়াবাড়ী ব্রিজে পৌঁছালে শিপন ও রউফের মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সাথে ধাক্কা লাগে । এমন দূর্গটনায় ঘটনাস্থলেই শিপন ও রউফ মারা যায় আব্দুর রউফ ও শিপন।
নিহতদের বন্ধু রাকিব হাসান বলেন আরও জানান, বসুন্ধরা ফিউচার পার্ক মার্কেটের ব্যবসায়ী বন্ধুরা প্রায় সময়ই মিলিত হয়ে মোটর সাইকেল যোগে বিভিন্ন স্থানে ঘুরতে যায়। আজ বুধবার চাঁদপুরের উদ্দেশ্যে রওয়ানা দিলে পূর্বাচলের ৩শ ফুট সড়কে শিপন ও রউফের মোটর সাইকেলটি দুর্ঘটনায়ি পরে ।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, আব্দুর রউফ ও শিপনের লাশ উদ্ধার করা হয়েছে । দুজনই ঘটনাস্থলে মারা গেছেন। লাশ নারায়ণগঞ্জ মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। এছাড়া নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। উর্ধতন কর্মকর্তাদের সিদ্ধান্ত মতে আইননানুয়ায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে ।









Discussion about this post