রূপগঞ্জে ডি এ কে টেক্সটাইল নামক একটি তুলা ও সুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার (১৯-ডিসেম্বর) সকাল সাতটায় ভুলতা ইউনিয়নের ভায়েলা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার ভীতরে থাকা তুলা, বালি, বকরম, চক, সুতার বাঁধন ও মেশিনারিজ পুড়ে ভষিভুত হয়ে যায়।
স্থানীয় ও শ্রমিকদের ভাষ্যে জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল সাতটায় কাজ করার সময় হঠাৎ ফ্যাক্টরিতে থাকা লাইলিং মেশিন থেকে আগুন দেখা যায়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো ফ্যাক্টরিতে ছড়তে শুরু করলে ফ্যক্টরীকে থাকা শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করে ফায়ার সার্ভিসে ফোন করে।
এমন অগ্নিকাণ্ডের ঘটনায় কাঞ্চন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মাহফুজুর রহমান বলেন, ভায়েলা এলাকার ডি এ কে নামক টেক্সটাইল মিলে আগুন লাগার সংবাদ পেয়ে আমরা কাঞ্চন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল আটটার দিকে আগুন নেভানোর কাজ শুরু করে টানা ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আসে। এমন খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটও ঘটনাস্থলে আসে। আগুনে হতাহতের কোন ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতি ও আগুনের সুত্রপাত বিষয়ে বিস্তারিত জানানো হবে। এ বিষয়ে তদন্ত চলছে।









Discussion about this post