আড়াইহাজারে হাইজাদী ইউনিয়নের কাহেন্দী গ্রামে ডাকাতির চেষ্টাকালে এলাকাবাসীর প্রতিরোধে বিল্লাল (৪৫) নামের এক ডাকাত নিহত এবং তার সহযোগী এক নারী গুরুতর আহত হওয়ার ঘটনা ছাড়াও পালপাড়া এলাকার ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে (২৭ ডিসেম্বর) কাজী আবুল হোসেনের বাড়ীতে এই ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতদল অস্ত্রের মুখে গৃহকর্তা সহ পরিবারের সদস্যদেরকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে ।
পুলিশ ও পালপাড়া এলাকার লোকজন জানায়, গত রাত দেড়টায় কাজী আবুল হোসেনের বাড়িতে ঘরের দরজা ভেঙ্গে ১০/১৫ জনের সংঘবদ্ধ ডাকাত দল ভেতরে বাড়িতে এসেই বিভিন্ন দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে চোখের পলকে নগদ ১৫ লাখ টাকাসহ স্বর্ণ ও মূল্যবান মারামাল লুট করে। ডাকাত দলের প্রত্যেকের পরণে হাফ পেন্ট ও গেঞ্জি এবং মুখোশ পরা ছিল। ডাকাত দল পালিয়ে যাওয়ার পর ডাক চিৎকারে এলাকার রোকজন উপস্থিত হয়ে এমন ঘটনা জানতে পারে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন এমন ঘটনায় বলেন, সংবাদ পাওয়া্ মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । আশা করি ডাকাত গ্রেফতার ও মালামাল উদ্ধার করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।









Discussion about this post