আড়াইহাজার থানা তেকে লুণ্ঠিত অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৮ টায় নরসিংদী-মদনগঞ্জ আঞ্চলিক মহাসড়কের প্রভাকরদী আফতাবেন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীত পাশের ঝোপ থেকে ৫ আগস্ট আড়াইহাজার থানা থেকে লুট হওয়া একটি আগ্নেয়াস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন ঘটনা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে উপস্থিত হয়ে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়েছে।









Discussion about this post