নারায়ণগঞ্জে নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে অন্তবর্তীকালীন সরকার। কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. তৌফিকুর রহমানকে এই পদে নিয়োগ দেয়া হয়েছে। বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের স্থলাভিষিক্ত হচ্ছেন মো. তৌফিকুর রহমান ।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ ও বদলির আদেশ জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আমিনুল ইসলাম। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
গত বছরের ২৭ জুলাই নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছিলেন মোহাম্মদ মাহমুদুল হক।









Discussion about this post