সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় দুই মোটর সাইকেল আরোহীর মৃত্যু ঘটনা ঘটেছে। একই সাথে আরো একজন গুরুতর আহত হয়েছে ।
আজ সোমবার (১৩ জানুয়ারি) দুপুর আড়াইটায় আদমজী ইপিজেডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শুভ (২২) ও ইমন (২১)। ভোলার চরফ্যাশন থানাধীন উত্তর মনিরাজ গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে শুভ (২২) ও শেরপুরের ঝিনাইগাতী থানাধীন ফুলহারি বাকাগোড়া গ্রামের মৃত পারভেজের ছেলে ইমন (২১)। তারা উভয়ে নাসিক ১ নম্বর ওয়ার্ডের মুজিববাগ এলাকার বাসিন্দা এবং নিহতরা ছাত্রদল কর্মী বলেও জানা গেছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনূর আলম জানান, মোটরসাইকেলযোগে শুভ, ইমনসহ তিন যুবক অটোরিকশাকে ওভারটেক করার চেষ্টাকালে ধাক্কা লেগে তিনজনই পরে যান। একই সময় দ্রুতগতিতে যাওয়া একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে দুজনের মৃত্যুঘটনা ঘটে। অন্যজন গুরুতর আহত হয়েছেন।
ঘটনার পর সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) ওমর ফারুক বলেন, আমরা ট্রাকচালক আনোয়ার হোসেনকে (৪০) আটক করেছি। মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে রয়েছি।









Discussion about this post