জুলাই আগষ্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় মহানগর শ্রমিক লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর কবির বকুল ও সাবেক যুগ্ম সম্পাদক আসলাম মিয়াকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
এরপর নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করলে আদালত তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে। গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ।
তিনি বলেন, আটককৃত ব্যক্তিরা সদর মডেল থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এক হত্যা মামলার আসামি। তাদের দুই জনকে সোমবার দুপুরে আটক করে পিবিআই। নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করলে আদালত তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিজ্ঞ বিচারক।









Discussion about this post