আড়াইহাজার প্রতিনিধি :
নারায়ণগঞ্জের আড়াইহাজার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে এক সন্তানের জননী প্রেয়সী (২১)।
আজ বুধবার সকালে পুলিশ তার পিত্রালয় উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া
এলাকা থেকে তার লাশ ঘরের আঁড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগনো ও ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে।
নিহত প্রেয়সী ওই গ্রামের ফয়সালের স্ত্রী, একই গ্রামের মোখলেস এর কন্যা ।
আড়াইহাজর থানার ওসি এনায়েত হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তার পিত্রালয় থেকে লাশ উদ্ধার করেছে।
লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া
হাসপাতাল মর্গে প্ররেণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
এলাকাবাসি জানায়, নিজের পিতার বাড়ীতে প্রেসীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনাটি রহস্যজনক।









Discussion about this post