পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য রাকিব ও হাবিব নামে দুজনকে আটক করা হয়।
জানা যায়, মেলায় আসা ক্রেতাদের নিজেদের স্টলের দিকে ডাকাডাকিকে কেন্দ্র করে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিএম কালেকশন ক্রোকারিজ স্টলের কর্মচারীদের সঙ্গে আশিক ফ্যাশন ব্লেজারের স্টলের কর্মচারীদের তর্ক বিতর্ক শুরু হয়। দুই দোকানের কর্মচারীরা এমন ঘটনার পর লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এক পক্ষ অপর পক্ষকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ উভয় পক্ষকে দুই দিকে সরিয়ে দিলেও তারা বারবার সংঘর্ষে জড়িয়ে যায়। এমন ঘটনায় লাঠিচার্জ শুরু করে পুলিশ। এই ঘটনায় পুলিশসহ দুইপক্ষের অন্তত ২২ জন আহত হন।
এমন সংঘর্ষের ঘটনায় নারায়ণগঞ্জ জেলা ’গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ক্রোকারিজ ও ব্লেজার দোকানের কর্মচারীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। সংঘর্ষে জড়ানো দুই দোকানের দুই কর্মচারীকে আটক করা হয়েছিল। বিকেলে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।”
| S | S | M | T | W | T | F |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | 31 | ||

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।
ফোন : ০১৮১৯৯৯১৫৬৮,
০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
[email protected]
Discussion about this post