সোনারগাঁয়ের একটি কাচাঁবাজারের ময়লার ভাগাড় থেকে নবজাতক কে উদ্ধার করেছে পথচারীরা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার জালাল টাওয়ারের পেছনের কাঁচাবাজারের ময়লার ভাগাড় থেকে নবজাতকটি উদ্ধার করা হয়।
এ সময় নবজাতকের পুরো শরীরে পোকামাকড়ে আচ্ছন্ন ছিল। শিশুটির কান্না শুনে ময়লার ভাগাড় থেকে মামুন নামে এক ব্যক্তি উদ্ধার করেন। এরপর ৯৯৯ এ ফোন করে পুলিশকে জানালে তারা এসে নিয়ে যায়।
ঘটনার বিষয়ে সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) সারোয়ার জানান, ৯৯৯ এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থি হয়ে নবজাতককে উদ্ধার করে আমাদের কাছে রাখি। পরে প্রয়োজনীয় আইনিপ্রক্রিয়া শেষে উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুর রহমান সুমনের কাছে হস্তান্তর করা হয়েছে।
সারোয়ার আরো জানান, এই নবজাতক কীভাবে এই ময়লার ভাগাড়ে আসল তা তদন্ত করা হচ্ছে। আইনি ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতিও চলছে।
সোনারগাঁও উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুর রহমান সুমন এ বিষয়ে বলেন, থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে এবং পরবর্তীতে আমাদের কাছে হস্তান্তর করে। নবজাতকের সঠিক চিকিৎসা প্রদান করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এবং আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।









Discussion about this post