এবার অভিনব কায়দায় নরসিংদী সদর থানা পুলিশের দারোগাসহ একটি দল নারায়ণগঞ্জ শহরের কালীরবাজার স্বর্ণপট্টি এসে বিচারক সেজে এক চোরাকারবারির বিচার করে পাঁচ লাখ টাকা জরিমানাসহ আরো খরচা বাবদ দুই লাখ টাকা আদায় করার ঘটনা ঘটিয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারী) রাতে কালীর বাজারের হীরা জুয়েলার্সের মালিক রতন দেবনাথ কে আটক করে দীর্ঘক্ষণ বিচারের পর ৫ লাখ টাকা জরিমানার আদেশ দেন বিচারক (!) নরসিংদী থানার উপ পরিদর্শক পিন্টু কুমার।
সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত এমন বিচার করে পুলিশের দারোগা পিন্টু কর্তৃক বিচারের রায়ে ৫ লাখ টাকা জরিমানা সেই সাথে আরো খরচা দুই লাখ টাকা আদায়ের ঘটনায় ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।
ঘটনার বিবরণে জানা যায়, এনজিও সংস্থা কারিতাস এর নরসিংদীর কর্মকর্তা নাহিদ আহমেদের বাড়ির গৃহপরিচারিকা সাহিদা বেগম সম্প্রতি ১৪ ভরি সাড়ে ১৩ আনা স্বর্ণ চুরি করে পালিয়ে যায়।
এমন ঘটনায় কোন মামলা না করে নরসিংদী থানা পুলিশের সাথে চুক্তি করে স্বর্ণ উদ্ধার ও চোর ধরতে মাঠে নামে নামে দারোগা পিন্টু কুমার।
চুক্তি মোতাবেক নরসিংদী সদর থানা পুলিশ কোন মামলা না নিয়ে সাধারণ ডায়রী করেই গত বৃহস্পতিবার গৃহপরিচারিকা সাহিদাকে গ্রেফতার করে। দুই দিন আটকে রেখে শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের কালীরবাজার স্বর্ণপট্টিতে এসে ওই চোর সাহিদার ভাষ্যমতে নারায়ণগঞ্জে হীরা জুয়েলার্সের মালিক রতন দেবনাথ কে আটক করে। আটকের পর পিন্টুর ক্লোজসার্কিট ক্যামেরা যাচাই করলে দারোগা পিন্টুকে ক্ষোভ প্রকাশ করে জানায়, মহাধূর্ত স্বর্ণ চোরাকারবারি রতন দেবনাথ ক্যামেরার সকল ভিডিও ডিলেট করে দিয়েছে।
এরপর শুরু হয় দেন দরবার। কালীর বাজার স্বর্ণ চোরাকারবারিদের অনেকেই রতন দেবনাথকে গ্রেফতার না করতে দারোগা পিন্টু কুমারকে স্বজাতি হিসেবে বিচারক ধার্য্য করে শুরু করে বিচারকার্য । এরপর দর কষাকষির পর রতন দেবনাথকে রক্ষা করতে তার স্বর্ণপট্টির জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক কৃঞ্চ কমল ও হীরা জুয়েলার্সের মালিক রতন দেবনাথের স্ত্রী উপস্থিত হয়ে বিচারক পিন্টু কুমারের কাছে কাকুতি মিনতি করে। পরবর্তীতে কৃঞ্চ কমল ও দারোগা পিন্টু কুমার শুরু করে দরকষাকষি। ১০ লাখ টাকা দাবী করা হলে কৃঞ্চ কমল ৫ লাখ টাকায় রফাদফা করেন।
এ বিষয়ে কৃঞ্চ কমল বলেন, টাকা দিয়েছে রতন দেবনাথ। আমি কি জানি ? দারোগা ই জানেন। আর আপনি যখন সব জানেন আমারে জিজ্ঞেস করার কি আছে ? বলেই মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন কৃঞ্চ।
শনিবার রাতের বিচারে নির্ধারিত ৫ লাখ টাকা জরিমানা আর নারায়ণগঞ্জ সদর থানার উপস্থিত পুলিশ ও নরসিংদীতে আসা পুলিশের গাড়িভাড়া ও খরচা বাবদ আরো ২ লাখ টাকা জরিমানা দিয়ে শেষ হয় বিচার কাজ।
এমন রায়ের সাথে সাথে জরিমানার টাকা আদায় করে নরসিংদীর উদ্দেশ্যে রওয়ানা দেয় কারিতাসের কর্মকর্তা নাহিদ, আটককৃত গৃহপরিচারিকা সাহিদা ও পুলিশ কর্মকর্তা দারোগা পিন্টু কুমারসহ তার সহযোগী পুলিশ সদস্যরা।
ঘটনার বিষয়ে গৃহকর্তা নাহিদ জানান, আমার স্বর্ণ ১৪ ভরি সাড়ে ১৩ আনা চুরি হলেও বিচার করে দারোগা পিন্টু, সমিতির সেক্রেটারি কৃঞ্চ কমল ৫ লাখ টাকা আদায় করেছে হীরা জুয়েলার্সের মালিক রতন দেবনাথের কাছে থেকে।
এমন বিচারের ঘটনা জানতে নরসিংদী সদর থানার উপ পরিদর্শক পিন্টু কুমারের কাছে ঘটনা জানতে চাইতে তিনি বলেন, বিচারে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এমন চুরির ঘটনায় আপনি দারোগা হয়ে বিচার করে লাখ লাখ টাকা আদায় করতে পারেন কিনা এমন প্রশ্ন দারোগা পিন্টু কুমার আরো বলেন, কালীর বাজার স্বর্ণ চোরাকারবারিদের নেতা সভাপতি আর সেক্রেটারীর সামনেই এই জরিমানা করা হয়েছে বলেই মুঠোফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন পিন্টু।
এ বিষয়ে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ এর মুঠোফোনে অসংখ্যবার যোগাযোগ করলেও তিনি সংযোগ গ্রহণ না করায় কোন বক্তব্য পাওয়া যায় নাই ।
তবে এমন ঘটনার কথা স্বীকার করে নরসিংদী সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সামিউল বলেন, ঘটনাটি আমি শুনেছি কিন্ত কি হয়েছে বলতে পারবো না। তবে ঘটনা জেনে বলতে পারবো। এ ঘটনায় কোন মামলা হয় নাই।









Discussion about this post