নরসিংদী থেকে রূপগঞ্জ দিয়ে ঢাকায় পালানোর পথে ছাত্রলীগের ১০ নেতাকে কাঞ্চন পৌর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে তাদেরকে নারায়ণগঞ্জের রুপগঞ্জের কাঞ্চন এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন : বেলাবো উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌফিক ভুঁইয়া, মনোহরদী পৌরসভা ছাত্রলীগের মোহাম্মদ জাহিদ মোল্লা, শিবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফাজায়েল ভুঁইয়া রয়েল, পলাশ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, মাধবদী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মনিরসহ আরও অন্যান্য ইউনিটের সদস্য।
এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভার সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যরা কাঞ্চন সেতু হয়ে ঢাকায় যাচ্ছিলো। এসময় সঙ্গীয় ফোর্স নিয়ে রূপগঞ্জ থানা পুলিশের সহায়তায় তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এমদাদুল আরো বলেন, এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্যানার-ফেসটুন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পূর্বেই দায়েরকৃত সন্ত্রাসদমন আইনের মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।









Discussion about this post