আওয়ামীলীগের লিফলেট বিতরণের ভিডিও ভাইরাল হওয়ায় নারায়নগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের ২০নং ওয়ার্ডের সেক্রেটারি জামান মিয়া ও কর্মী সাইদুল ইসলামকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ১২ টায় সোনাকান্দা জামান অটো রিকশার গ্যারেজ থেকে জামান মিয়াকে ও রূপালী থেকে সাইদুলকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, অন্তর্বর্তী সরকারকে ‘অবৈধ ও অসাংবিধানিক’ আখ্যা দিয়ে ১৮ দিনের কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। গত দুই দিন বন্দর উপজেলা কলাগাছিয়া ও থানা সোনাকান্দায় কর্মসূচি হিসেবে লিফলেট বিতরণ করার চেষ্টা করে তারা। কর্মসূচি শেষ দিনে, বুধবার যে কোন এক সময় নিজ অটোরিকশার গ্যারেজে লিফলেট বিতরণ করেন জামান মিয়া ও নেতা কর্মীরা। ওই ভিডিও আওয়ামীলীগের ভেরিফাই ফেসবুকে ভাইরাল তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করে।
জামান মিয়া বৈষম্যবিরোধী আন্দোলনে একটি মামলায় আসামী হন, পরবর্তীতে তিনি জামিনে ছিলেন বলে জানা গেছে।
এ ব্যাপারে বন্দর থানা অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, সোমবার বন্দর থানা ওয়ার্ড ভিত্তিক আওয়ামী লীগ বিরোধী মিছিল করা হয়। এর মধ্যে স্বেচ্ছাসেবক লীগের লিফলেট বিতরণের ভিডিও ভাইরাল হওয়ায় দুই জনকে আটক করা হয়েছে।









Discussion about this post