চরম বিষন্নতা ও হতাশায় এক পর্যায়ে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে এক যুবক।
আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে নগরীরর গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটে।
আত্মহননকারী যুবকের নাম রুবায়েত রাজ হাসনাত অপূর্ব (২২)।
সে গলাচিপা এলাকার ইঞ্জিনিয়ার নুরুল ইসলামের ছেলে।
এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানার দারোগা খাইরুল ইসলাম তথ্যটি নিশ্চিত করে জানান, সিসি টিভি ফুটেজ চেক করেছি। আত্মহননকারী ছাদে উঠা থেকে শুরু করে ছাদে কিছু সময় হাটাহাটি করা পর্যন্ত আশেপাশে কেউ ছিলনা।
তার পরিবার থেকে জানিয়েছে পড়ালেখা শেষে চাকরি না পাওয়াতে সে বিষন্নতায় ভুগছিলেন।
এমন ঘটনার পাশাপাশি এলাকার অনেকেই বলেছেন, প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছে এই যুবক।









Discussion about this post