রূপগঞ্জের তারাবো পৌর এলাকার পুরান বাজারে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় রাশেদুল ইসলাম ও জুনায়েদ আহমেদ হৃদয়ের হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতার করে ফাঁসির দাবিতে মানববন্ধন বিক্ষোভ করেছে এলাকাবাসী স্বজনরা ।
আজ শনিবার (৮ ফেব্রুয়ারি ) উপজেলার তারাবো হাঁটিপাড়া এলাকার ডেমরা-তারাবো বিশ্ব সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ করে। স্বজন ও এলাকাবাসীর আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত রাশেদুলের মা নাজমা বেগম ও নিহত হৃদয়ের মা রোশেদা বেগম, তারাবো পৌর বিএনপি সভাপতি তাশিক হক ওসমান, তারাবো পৌর বিএনপি সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, তারাবো পৌর যুবদলের আহ্বায়ক আফজাল কবিরসহ প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, জোনায়েদ আহমেদ হৃদয় ও রাশিদুল ইসলামকে আওয়ামী সন্ত্রাসীরা ছুরি দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত আওয়ামী সন্ত্রাসীদের পুলিশ এখনো গ্রেফতার করেনি। আমরা এলাকাবাসী প্রশাসনের কাছে জোরদাবি জানাচ্ছি জোনায়েদ আহমেদ হৃদয় ও রাশিদুল ইসলামের হত্যাকারীদের গ্রেফতার করে ফাঁসির আওতায় আনা হোক।
অনতিবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার না করলে আমরা সামনে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি পালন করবো। পরে তারা বিক্ষোভ মিছিল করে তারাবো-ডেমরা সড়ক প্রদক্ষিণে অপরাধীদের বিচার দাবীতে শ্লোগান দেয় ।









Discussion about this post