সিদ্ধিরগঞ্জে ভাগনে-ভাতিজাকে জিম্মি করে এক পোশাক শ্রমিককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে অভিযুক্ত তিনজনের মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দলবদ্ধ ধর্ষণের শিকা্র ভুক্তভোগী পোশাক শ্রমিক (৪০) এমন ঘটনায় আজ সোমবার (১০ ফেব্রুয়ারী) সকালে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন।
রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এমন ঘটনা ঘটে।
সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের শরীফ (২৭), ফয়সাল (৩০) ও পটুয়াখালীর বাউফল উপজেলার মিজান (৩০) এমন ঘটনা ঘটালে তাঁদের মধ্যে শরীফ ও মিজানকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, ভুক্তভোগী পোশাক শ্রমিক একজন বিধবা । তিনি তাঁর ভাগনে ও ভাতিজা সিদ্ধিরগঞ্জে ভাড়া বাসায় থাকেন। অভিযুক্ত শরীফ ওই বাড়ির দেখভালকারী ও একই বাড়ির মিজান ভাড়াটিয়া।
গতকাল রোববার রাতে হঠাৎ ধাক্কা দিয়ে শরীফ দরজা খুলতে বলেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে আসামীরা ভেতরে প্রবেশ করেন। পরে ওই নারীকে রান্নাঘরে আটক করে ধর্ষণ করেন শরীফ ও ফয়সাল। আর বাসায় থাকা ভাগনে ও ভাতিজাকে আটকে রাখেন মিজান। এই ঘটনায় সবাইকে হত্যার হুমকি দেয়।
এমন ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, ‘ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ এবং দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আরেক আসামিকে ধরতে অভিযান চলছে।’









Discussion about this post