রূপগঞ্জের টেকনোয়াদ্দায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারির ঘটনা ঘটেছে। এসময় রাসেল আহম্মেদ (৩৩) নামের স্থানীয় এক যুবদলকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার টেকনোয়াদ্দা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কুমিল্লা জেলার বাসিন্দা হারুন অর রশিদ ঘরবাড়ি নির্মাণ করে বেশ কিছুদিন ধরে রূপগঞ্জ ইউনিয়নের বাগেরআগা গ্রামে স্বপরিবারে বসবাস করছেন। হারুন অর রশিদ এরই মধ্যে আক্কাস আলী নামের এক বাসিন্দা থেকে আরও কিছু জমি কিনেন। ওই একই ব্যক্তি থেকে জমি কিনে নেন বাড়িয়াছনি গ্রামের সিরাজ আহম্মেদের পুত্র যুবদল নেতা শামীম আহম্মেদও। আজ বুধবার সেই জমির ভূমি জরিপ চলাকালে দুই পক্ষ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। দুই পক্ষে হাতাহাতি ও মারামারির ঘটনার এক পর্যায়ে হারুন অর রশিদ একটি পিস্তল হাতে প্রকাশ্যে তর্ক বিতর্কের পর গুলি করে করেন যুবদল নেতা নেতা শামীম আহম্মেদকে উদ্দেশ্য করে ।
এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে । যা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।
এসময় যুবদল নেতা নেতা শামীম আহম্মেদের পক্ষে ঘটনাস্থলে উপস্থিত থাকা আরেক যুবদল কর্মী রাসেল আহম্মেদ ডান পায়ে গুলিবিদ্ধ হলে এবং গুলির শব্দ ছড়িয়ে পড়তেই আতঙ্ক সৃষ্টি হয় পুরো এলাকায়। সবশেষ যৌথ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিযোগের প্রেক্ষিতে বক্তব্য জানতে চেয়ে হারুন অর রশিদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে সফল হওয়া যায় নি। অন্যদিকে যুবদল নেতা শামীম আহম্মেদ বাদী হয়ে হারুন অর রশিদসহ অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলেও করলেও এখনো পর্যন্ত ওই অস্ত্রধারী আটক কিংবা অস্ত্র উদ্ধারের কোন সংবাদ পাওয়া যায় নাই।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।









Discussion about this post