এবার রূপগঞ্জ নির্বাহী কর্মকর্তার পাশে মঞ্চে দাঁড়িয়ে আসমামীদের অবস্থানের চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের পর ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।
আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারী) রূপগঞ্জ উপজেলার বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় গন্ধর্বপুর এলাকার সুরুজ মিয়ার পুত্র অসংখ্য মামলার পলাতক আসামী আবদুল হাফেজকে।
এর পূর্বেও গন্ধর্বপুর বহুমখী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গত ৪ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকালে ফ্যাসিস্ট সরকারের অন্যতম দোসর সাবেক মন্ত্রী গাজী গোলাম দস্তগীরের ভূমিদস্যূ বাহিনীর অন্যতম হোতা আবদুল হাফেজকে নিয়ে মঞ্চে অবস্থান নেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
এসময় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি হামলা মামলার অন্যতম আসামী আবদুল হাফেজ রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের পাশে অবস্থানের ঘটনায় উপস্থিত অনেকেই সমালোচনা করেছেন।
মঞ্চে দাঁড়িয়ে এমন একজন চিহ্নিত অস্ত্রধারী আসামী ফ্যাসিষ্ট সরকারের অন্যতম দোসরের সহযোগী কি করে অবস্থান নেন এ নিয়েও অনেকেই তীব্র সমালোচনা করলেও কোন অবস্থাতেই কর্ণপাত করেন নাই নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
এ ঘটনায় উপস্থিত অনেকেই মন্তব্য করে বলেন, কয়েক মাস যাবৎ রূপগঞ্জে বদলী হয়ে এসেই এই নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ফ্যাসিস্ট সরকার অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নানাভাবে আতাঁত ও গোপন সখ্যতার গুঞ্জন ছিলো। যা আজ শুক্রবার সেই অপরাধী চক্রের অন্যতম হোতা ও মামলার আসামীকে নিয়ে মঞ্চে অবস্থানের ছবি ফেসবুকে ছড়িয়ে পরলে গুঞ্জনের সত্যতা মিলেছে বলেও কেউ কেউ জানান।
তাই নারয়ণগঞ্জ জেলা প্রশাসন এই নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামকে নিয়ে নতুন করে চিন্তা করা উচিত বলেও মন্তব্য করেছেন কোন কোন রূপগঞ্জবাসী ।









Discussion about this post