সোনারগাঁ পৌর এলাকার জয়রামপুরে নিখোঁজ থাকার ৪ ঘণ্টা পর মাদ্রাসা ছাত্র ইব্রাহিম মিয়ার (৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাত ১১ টায় নিহতের বাড়ির পাশে লিচু বাগান থেকে লাশটি উদ্ধার করে শনিবার সকালে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় সোনারগাঁ থানা পুলিশ।
নিহত ইব্রাহিম মিয়া সোনারগাঁ পৌরসভার জয়রামপুর গ্রামের মহব্বত আলীর পুত্র। শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে নিখোঁজ ছিল সে। নিহতের বাবা বাদী হয়ে শুক্রবার রাতেই সোনারগাঁ থানায় নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি করেছিলো।
শিশুর বাবা মহব্বত আলী জানান, শুক্রবার সন্ধ্যায় তার ছেলে নিখোঁজ হওয়ার পর বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকেন। পরে ওইদিন রাত ১১ টায় বাড়ির পাশের লিচু বাগানে পরনের পায়জামা গলা বাঁধা অবস্থায় স্থানীয়রা তাকে দেখতে পেয়ে পরিবারকে খবর দিলে মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। তার ছেলে ‘হত্যার’ সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মহব্বত আলী।
এমন খবরে তাৎক্ষণিক নারায়ণগঞ্জ জেলা (খ-সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, তদন্তের মাধ্যমে প্রকৃত জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি এম এ বারী বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।









Discussion about this post