‘ডেভিল হান্ট অপারেশনে’ দুর্ধর্ষ সন্ত্রাসী মেহেদী খন্দকার ম্যাকলিনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী ৷ দূর্ধর্ষ ম্যাকলিন পলাতক এমপি শামীম ওসমানের পুত্র ইমতিনান ওসমান অয়নের নিরব ঘাতক (সাইলেন কিলার) বাহিনীর প্রধান ছিলো বলে পরিচিত ৷
জুলাই আগষ্টের বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি বর্ষণ ও হামলার অভিযোগে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ ৷
ফতুল্লা থানার ওসি শরীফুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করে বলেন, “ডেভিল হান্ট অভিযানে ম্যাকলিন গ্রেপ্তার হয়েছে ৷ তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি ও হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে ৷”
চাষাড়ার একািধিক সূত্র এখনো নাম প্রকাশ না করা অনুরোধে জানান, শহরবাসীর কাছে আতঙ্কের নাম ম্যাকলিন । সন্ত্রাসী কর্মকাণ্ডে দুর্ধর্ষ এই মেহেদী খন্দকার ম্যাকলিন কুখ্যাত কিলার মিল্টনের ছোট ভাই ৷ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে চাষাঢ়া থেকে অয়ন ওসমানের আদেশে শতাধিক যুবকের হাতে অস্ত্রও দিয়ে গুলিবর্ষণ করে প্রতিদিন মহড়া দেয়। তার বিরুদ্ধে মাদক ব্যবসা, কিশোর গ্যাং লিডার, চাঁদাবাজি, ছিনতাই, অপহরণ করে মুক্তিপণ আদায়সহ নানা অভিযোগ রয়েছে ৷ এ ছাড়াও এই ম্যাকরিনের নিয়ন্ত্রণে ছিলো কয়েকটি টর্চার সেল।









Discussion about this post