নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে নকল জুসের কারখানায় অভিযান চালিয়ে কারখানার মালিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত। একই সাথে এই নকল কারখানাটি সিলগাৈলা করে দেয়া হয়েছে।
বিএসটিআই এর নিবার্হী বিচারক কানিজ ফাতেমা অভিযান ও অর্থদণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।
আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার নিমাই কাশারী এলাকার মল্লিক এগ্ৰো ফুড কারখানায় অভিযান পরিচালনা করে এই দণ্ড প্রদান করেন বিএসটিআই এর নিবার্হী বিচারক কানিজ ফাতেমা।।
জানা যায়, নিমাই কাশারী এলাকায় অনুমোদহীন জুস কারখানা গড়ে তোলেন মো. হেলাল মল্লিক নামে এক প্রতারক। ওই কারখানায় নিম্নমানের উপকরণ দিয়ে নকল জুস তৈরি করে ‘মল্লিক ফ্রুটো’সহ বিভিন্ন নামে বাজারজাত করতো হেলাল মল্লিক। এ বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার দুপুরে ওই কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
জুস বানানোর মেশিন ও জুস তৈরির নিম্নমানের উপকরণ মালামাল জব্দ করার পাশাপাশি কারখানা সিলগালা করা হয়। এ সময় কারখানার মালিক মো. হেলাল মল্লিককে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড, নকল মাল জব্দ করে কারখানা সিলগালা করেন ভ্রাম্যমাণ আদালত।









Discussion about this post