শামীম ওসমান মানেই হচ্ছে আলাচনা সমালোচনা ও রাজনৈতিক খোড়াক। তিনি এতো বেশী পরিমাণ রাজনৈতিক কিংবা অরাজৈনিক কর্মকান্ড করেছেন যার কারণে শামীম ওসমান, তার পরিবার, চেলা চামচা, সহযোগী সন্ত্রাসীরা নানা কারণে অকারণেই আরাচনা সমেোলাচনার মধ্যে থাকেন।
আর এবার সেই শামীম ওসমান তার স্ত্রী সালমা ওসমান, ছেলে ইমতিনান ওসমান ও মেয়ে লাবিবা জোহা অঙ্গনার দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
অথচ গত বছর ৫ আগষ্ট শেখ হাসিনা দেশত্যাগের আগেই দেশ ত্যাগ করে পালিয়ে ভারতে আশ্রয়ের নেয়ার পর এখন আরব আমিরাতে অবস্থান করছেন ।
আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এমন আদেশ প্রদান করেন।
দুদকের সূত্র থেকে জানা গেছে, তদন্ত ও অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক রেজাউল করিম দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। ওই আবেদনে বলা হয়, শামীম ওসমানের বিরুদ্ধে সিন্ডিকেট করে টেন্ডার বাণিজ্য, বিভিন্ন খাতে বেপরোয়া চাঁদাবাজি, পরিবহন ও জুট ব্যবসায়ীদের কাছ থেকে কমিশন গ্রহণ, দলীয় পদ ও মনোয়ন বাণিজ্য, জমি দখল, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্প হতে সরকারি অর্থ আত্মসাৎ পূর্বক বিদেশে অর্থ পাচার করে কানাডা-যুক্তরাষ্ট্রে বাড়ি ক্রয় ও দুবাইয়ে ব্যবসা পরিচালনাসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে শত শত কোটি টাকা জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে । যা অনুসন্ধানাধীন।
শামীম ওসমান তার স্ত্রী সালমা ওসমান, ছেলে ইমতিনান ওসমান ও মেয়ে লাবিবা জোহা অঙ্গনার বিরুদ্ধে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়।
তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধানকাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও উল্লেখ করা হয় আবেদনে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন এমন আবেদনের পর আদালত শামীম ওসমান তার স্ত্রী সালমা ওসমান, ছেলে ইমতিনান ওসমান ও মেয়ে লাবিবা জোহা অঙ্গনার বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রদান করেন ।
এমন সংবাদ প্রচারের পর নারায়ণগঞ্জের সর্বমহলে সমারোচনার ঝড়ে উঠেছে দুদকের কর্মকান্ডকে ঘিরে। অনেকেই টিপ্পনী করে কঠোর সমালোচনায় বলেছেন, “The patient died after the doctor had come অর্থাৎ ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল !’









Discussion about this post