সিদ্ধিরগঞ্জে অস্ত্রসহ এক ছিনতাইকারী যুবককে মারধর করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ সময় ওই ছিনতাইকারীর কাছ থেকে কাছ থেকে একটি রিভলবার ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।
গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি বাসস্ট্যান্ড-সংলগ্ন একটি ইজিবাইকের গ্যারেজে এ ঘটনা ঘটে । গণপিটুনীর শিকার যুবকের নাম জাহিদুল হাসান রেহান (২২)। জাহিদুল হাসান সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকার আনসার আলীর ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনূর আলম এ ঘটনার বিষয়ে জানান, গত মঙ্গলবার রাতে স্থানীয় জনতা জাহিদুল হাসান রেহান নামে একজনকে আটক করে। তাঁকে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি দিয়ে আহতও করে স্থানীয়রা।স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় রেহানকে উদ্ধার করে। এ সময় তাঁর কাছ থেকে ৭ দশমিক ৬৫ পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
গুরুতর আহত রেহান বর্তমানে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।









Discussion about this post