রূপগঞ্জে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে তারাব পৌরসভা যুবদল নেতা শফিকুল ইসলাম শফিকের বাড়িতে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় জাফর আলী নামে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন।
ঘটনাটি ঘটেছে গতকাল ১ মার্চ (শনিবার) রাতে তারাব পৌরসভার কর্নগোপ এলাকায়।
শফিকুল ইসলাম শফিক বলেন, চিহ্নিত সন্ত্রাসী শুটার রিয়াজ দীর্ঘদিন ধরে তার কাছে একটি গাড়ি কেনার জন্য ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলো। তার দাবী করা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শনিবার রাত ৯টার দিকে রিয়াজের নেতৃত্বে ১৫-২০ জন সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে।
এ সময় তার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় জাফর আলী নামে এক পথচারী গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ জাফর আলীকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে শুটার রিয়াজের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে চাঁদাবাজি ও গুলির ঘটনাটি মিথ্যা দাবি করে বলেন, আমি ব্যক্তিগতভাবে সফিককে চিনিই না। তার সঙ্গে আমার কোনো দিন যোগাযোগ হয় নি। আমাকে হয়রানি করতে তিনি অপপ্রচার চালাচ্ছে।
নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম এ ব্যাপারে বলেন, রূপগঞ্জের তারাব পৌর যুবদল নেতা শফিকুল ইসলামের বাড়িতে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও সেখান থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।









Discussion about this post