বৈষম্য বিরোধী আন্দোলন অন্যতম আসামী যুবলীগের পলাতক আসামী সেই কুখ্যাত চাঁদাবাজ শাহজাহান খানকে প্রধান অতিথি করে ইফতার পার্টির নামে সেই পুরানো চাঁদাবাজ চক্র মিলিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
আজ সোমবার (১০ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের তৃতীয় তলার সিনামন রেস্তোরাঁয় শাহজাহান খানের নেতৃত্বে মিলিত হচ্ছে সেই চক্র।
আর এই ইফতার পার্টির আয়োজন করেছে শাহজাহান খানের ১৫ বছবের চাঁদাবাজির একান্ত দোসর নারায়ণগঞ্জ ক্যামিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির চিহ্নিত অপরাধী চক্র। সেই পুরানো কায়দায় চাঁদাবাজি করতে নতুন মোড়কে শাহজাহান খান চক্র সক্রিয় হচ্ছে বলে জানান, নারায়ণগঞ্জ শহরের কয়েকজন ওষুধ ব্যবসায়ী।
নাম প্রকাশ না করার অনুরোধে নগরীর একজন প্রসিদ্ধ ওষুধ ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, শাহজাহান খান আওয়ামী লীগের বিগত ১৫ বছর ওসমান পরিবার ও মুন্সীগঞ্জের সন্তান হিসেবে শাহ নিজামের নাম ব্যবহার করে নারায়ণগঞ্জে কোন ওষুধ ব্যবসা না করেও ক্যামিস্ট এন্ড ড্রাগিশট সমিতির অলিখিত সভাপতি হিসেবে নানাভাবে চাঁদাবাজির রাম রাজত্ব চালিয়ে যাচ্ছিলো।
পরবর্তীতে ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর অসংখ্য মামলার আসামী শাহজাহান খান পালিয়ে যায়। মুন্সীগঞ্জ নিজ বাড়ি, শহর কিংবা নারায়ণগঞ্জের কোথাও বৈষম্য বিরোধী আন্দোলনের মামলার আসামী শাহজাহান খান কে আইনশৃঙ্খলা বাহিনী খুজে না পেলেও সম্প্রতি শাহজাহান খান কে নারায়ণগঞ্জ শহরে ডি আই টির ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির কার্যালয়ে দেখা যায়। এরই ধারাবাহিকতায় আজ সোমবার প্রায় শতাধিক ঘনিষ্ঠ সহচরদের নিয়ে ইফতার পার্টির নামে গোপন বৈঠকের আয়োজন করেছে। আর এই অনুষ্ঠানে সভাপতি হিসেবে থাকবেন মুন্সীগঞ্জের যুবলীগের সেই কুখ্যাত সভাপতি অসংখ্য মামলার আসামী শাহজাহান খান।
অভিযোগ তুলে আরো কয়েকজন ব্যবসায়ী বলেন, গুঞ্জন রয়েছে মুন্সীগঞ্জের চিহ্নিত ফেনসিডিল ব্যবসায়ী এবং পলাতক শাহ নিজামের ঘনিষ্ঠ আত্মীয় (বর্তমানে ওষুধ ব্যবসায়ী) কে সাথে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে ম্যানেজ করেই এই ইফতার পার্টির নামে গোপন বৈঠকের আয়োজন করা হয়েছে।









Discussion about this post