বন্দরে এক যুবককে বলাৎকারের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টায় ঘটনায় প্রতিবাদ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫/৬ জন নেতাকে বেদম পিটিয়ে গুরুতর আহত করেছে।
সোমবার (১০ মার্চ) রাতে বন্দর উপজেলার শাহি মসজিদ এলাকায় এ ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে।
নারায়ণগঞ্জ জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা জুবায়েরসহ ৫/৬ জন গুরুতর আহত করা হয়। পরে স্থানীয় লোকজন জুবায়ের, শিথিল ভূইয়া, মাহমুদুল হাসান, সিয়াম মাহমুদ, মৃদুল, ইসরাফিলকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
এঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব রিফাত হোসেন অন্তু বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগে আসামী করা হয়েছে বন্দর সালেনগর এলাকার বাবু শিকদার, কালা পারভেজ, রাব্বি, আল আমিন, জুয়ারী বাবু, ফরহাদ, আরিফ, মশিউর রহমান মশু, নাঈম সহ ৭/৮ জন।
অভিযোগের বিষয়ে জানা যায়, বন্দর শাহি মসজিদ এলাকার মঞ্জু মিয়ার ছেলে সাঈদ তার রুমে নিয়ে বলাৎকার করারর ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হলে ঘটনাকে ধামাচাপা দিতে স্থানীয় বিএনপি নেতারা শালিসের মধ্যে সমাধান করার চেষ্টা করে।
সোমবার রাতে বিএনপি নেতা সাহেব আলীর অফিসে বৈঠক বসে। এমন খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে লোকজন গিয়ে তার প্রতিবাদ করায় বাবু শিকদার সহ আরো লোকজন তাদের উপর হামলা চালায় এবং বেদম মারধর করে।
এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, বলাৎকারের ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজনদের মারধর করার ঘটনায় একটা অভিযোগ দেয়া হয়েছে। সেটারও তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।









Discussion about this post