৫ আগস্ট আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে একটি শটগান এবং একটি গ্যাস শ্যুটারগানসহ ১৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ শুক্রবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার পৌর এলাকার গাজীপুরাস্থ নান্নুর মিল সংলগ্ন আউয়ালের পুকুরে আউয়াল মাছ ধরতে গেলে একটি পরিত্যাক্ত অবস্থায় অস্ত্র গুলো আউয়ালের পায়ের সাথে লাগে। আউয়াল তখন বিষয়টি স্থানীয় বিএনপি নেতা আশিককে জানালে আশিক বিষয়টি থানা পুলিশকে জানান।
এমন খবর পেয়ে থানার ওসি এনায়েত হোসেন সঙ্গীয় ফোর্স এবং স্থানীয় সাংবাদিকদেরকে সঙ্গে নিয়ে অস্ত্র গুলো উদ্ধার করেন।
এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও গুলিগুলো ৫ আগস্ট আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র। থানা থেকে লুট হওয়া বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছিলো এরপূর্বেও ।









Discussion about this post