সোনারগাঁয়ে এক গর্ভধারিণী মায়ের বিরুদ্ধে ৮ মাসের শিশু সন্তানের দুই হাত ও একটি পা ভেঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
গুরুতর আহত শিশুটির পিতা বাদী হয়ে রবিবার (১৬ মার্চ) বিকেলে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সোনারগাঁও থানায় দায়ের করা মামলায় উল্লেখ করা হয়, সাদিপুর ইউনিয়নের আন্দারমানিক এলাকার আমির হোসেনের পুত্র আশরাফুলের সাথে একই উপজেলার জামপুর ইউনিয়নের শেখের হাট গ্রামের আবুল সরদারের মেয়ে সুরাইয়ার সাথে ৫ বছর পূর্বে বিবাহ হয় । তাদের সংসারে সামির আহমেদ (৪) ও সিজান আহমেদ (৮ মাস) নামের দুটি পুত্র সন্তান জন্ম নেয়।
১৩ মার্চ ৮ মাসের সন্তান সিজান আহমেদের দুটি হাত ও বাম পা ভেঙ্গে বাপের বাড়ি পালিয়ে যায় গর্ভধারিণী মা সুরাইয়া।
মায়ের হাতে সন্তানের উপর নির্মম এমন নির্যাতন ও অমানবিক আচরণে বাকরুদ্ধ পুরো পরিবার।
অবুঝ শিশুটি হাতে পায়ে প্লাস্টার নিয়ে শুয়ে থাকার দৃশ্য দেখে হতবাক প্রত্যক্ষদর্শী সকলেইঘটনার বিবরণে আশরাফুল বলেন, একটু তর্কবিতর্ক হলে তাকে মারতে দা-বটি নিয়ে কয়েকবার আক্রমন করেছে এবং তার মাকেও মারধর করেছে তার স্ত্রী সুরাইয়া । দুটি সন্তানের মুখের দিকে তাকিয়ে কিছু বলি নাই।
আশরাফুল আরও জানান, রাতে প্রায়ই তার স্ত্রী সুরাইয়া ঘর থেকে বেরিয়ে কয়েক ঘণ্টা পর ফিরে আসেন। ফিরে আসার পরই শুরু হতো দ্বন্দ্ব। স্ত্রী সুরাইয়ার পরকিয়ার কারণে আমি ও আমার সন্তানেরা নিরাপত্তাহীনতায় আছি।
অনেকেই বলেন, সুরাইয়ার আচরণ খুবই খারাপ। স্বামী ও শাশুড়ির সাথে নগ্ন আচরণ ছিলো নিত্য দিনের। কিন্ত ছোট্ট সন্তানের হাত-পা ভেঙ্গে সে মা জাতিকে কলঙ্কিত করেছে। বাচ্চার কান্নায় আমাদের চোখে এমনিতে কান্না চলে আসে।
স্থানীয় বিএনপি নেতা সেলিম সরকার বলেন, শিশুটির বাবা আমার কাছে বিচার চাইতে এসেছিলো। শিশুটির অবস্থা দেখে চোখের পানি ধরে রাখতে পারি নাই। এমন মায়ের কথা জীবনে প্রথম শুনলাম। মা কি করে এমন পাষাণ হয় ? বুজি না ! আমি তাকে থানা পুলিশের সহায়তা নিতে বলেছি।
এ ঘটনায় সোনারগাঁ থানার ওসি আব্দুল বারী বলেন, এ ব্যাপারে শিশুটির বাবা একটি অভিযোগ দায়ের করেছে। শিশুটির প্রতি অমানবিক আচরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’









Discussion about this post