বিগত সময়ে চুরির মহোৎসব চালিয়ে এবং মামলা না করতে উৎকোচের প্রস্তাব দিয়েও শেষ রক্ষা হলো না অবন্তী কালার টেক্স কারখানা অর্থাৎ ক্রোনী এপারেলসের কর্ণধার বিকেএমইএ এর সাবেক কর্মকর্তা ধুরন্ধর সেই আসলাম সানীর।
১০ কোটি ১২ লাখ টাকা বকেয়া পরিশোধ না করে বারবার গ্যাস চুরি করে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগে তার বিরুদ্ধে মঙ্গলবার (১৮ মার্চ) সকালে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন নারায়ণগঞ্জ তিতাস গ্যাস আঞ্চলিক লিটিগেশন ও পিআর শাখার ব্যবস্থাপক মুহাম্মদ আসাদুজ্জামান পাঠান।
তিতাসের দায়ের করা মামলায় উল্লেখ করা হয়, আসলাম সানির মালিকানাধীন ফতুল্লার শাসনগাঁও এলাকায় অবস্থিত মেসার্স অবন্তী কালার টেক্স কারখানায় তিতাস গ্যাস ১০ কোটি ১২ লাখ টাকা বিল পাওনা থাকায় তাদের বৈধ সংযোগ বিচ্ছিন্ন করে কর্তৃপক্ষ।
গ্যাস বিচ্ছিন্ন করার পর ফের কারখানার মালিক আসলাম সানি অবৈধভাবে সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করতে থাকেন।
এমন বিষয়টি জানতে পেরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ তাদের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলে আবারও অবৈধ সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করতে থাকে।
গত ১০ মার্চ সকালে প্রযুক্তির মাধ্যমে তিতাস গ্যাস কর্মকর্তারা অভিযান চালিয়ে অবন্তী কালার টেক্স কারখানায় অবৈধ সংযোগের সন্ধান পায়। এ সময় ওই সংযোগ থেকে বিপুল পরিমাণের গ্যাস টেনে নেওয়ার বুস্টার উদ্ধার করা হয়।
আর এমন কর্মকাণ্ডে কর্মকর্তাদের দাবি বুস্টারের মাধ্যমে গ্যাস ব্যবহারে সরকারের ৫ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে।
ঘটনার সম্পর্কে নারায়ণগঞ্জ তিতাস গ্যাস ফতুল্লা অঞ্চলের ম্যানেজার ইঞ্জিনিয়ার মশিউর রহমান জানায়, বুস্টার হচ্ছে এমন একটা যন্ত্র যা গ্যাসের চাপ কম থাকলেও তা দিয়ে টেনে প্রয়োজন অনুযায়ী গ্যাস ব্যবহার করা যায়। এতে আশপাশের গ্রাহকরা প্রয়োজন মতো গ্যাস পাবে না। এটা দুর্ধর্ষ চুরি বলা যায়। আর এমন কর্মকাণ্ডে অবন্তী কালার টেক্স কারখানার ব্যবস্থাপনা পরিচালক আসলাম সানির বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মামলা দায়ের প্রসঙ্গে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, মামলা হয়েছে। তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।









Discussion about this post