সোনারগাঁয়ে অজ্ঞাতনামা এক মধ্যবয়সী পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (১৯ মার্চ) সকালে সোনারগাঁও পৌরসভার নোয়াইল গ্রামে অবস্থিত চুন ফ্যাক্টরির পাশে আলমগীর প্রধানের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে সোনারগাঁও থানার উপ পরিদর্শক ইকরাম বলেন, আলমগীরের পুকুরে মুখ পানির নিচের দিকে থাকা ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করি। নিহত ব্যক্তির শরীরে মাল্টিকালারের চেক শার্ট ও শার্টের নিচে সাদা রংয়ের সেন্টু গেঞ্জি এবং কোমরের নিচে কোন কাপড় ছিলো না। শরীরে আঘাতের কোন চিহ্ন নাই, পচন ধরার কারণে শরীরে কোন চিহ্ন বা দাগ থাকলেও বুঝার উপায় নেই। নিহতের বয়স ৪০ এর মতো। ময়নাতদন্ত প্রতিবেদন না পেলে এর চেয়ে বেশি কিছুই বলা সম্ভব না।









Discussion about this post