ফেসবুকের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে ইমন হাছান (২৩) নামের কুমিল্লার এক যুবককে নারায়ণগঞ্জের বন্দরে ডেকে এনে অপহরণ করে মুক্তিপণ আদায়ের জন্য মারধরের ঘটনায় স্বামী ও স্ত্রীকে আটকের পর পুলিশে হস্তান্তর করেছে এলাকাবাসী।
ওই ঘটনায় গ্রেফতারকৃতরা হচ্ছেন : বন্দরের নবীগঞ্জ নোয়াদ্দা এলাকার পীর মোহাম্মদের পুত্র রোমান (২৫) ও তার স্ত্রী মারিয়া (১৯)। ইমন হাছান বাদী হয়ে এই ঘটনায় বুধবার বন্দর থানায় মামলা করেছেন।
ঘটনার বিবরণে ইমন হাছান জানান, কুমিল্লা জেলার চান্দিনা থানার সাতগ্রাম বৃষ্ণপুর গ্রামের মনির হোসেনের পুত্র তিনি। দুই দিন আগে মারিয়ার সঙ্গে তার ফেসবুক মেসেঞ্জারে কথা বার্তা ও ছবি আদান-প্রদানের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গতকাল মঙ্গলবার বিকালে মারিয়া দেখার করার জন্য তাকে বন্দরের রেললাইনে আসতে বলে।
সন্ধ্যা ৭টার দিকে বন্দর রেললাইনে এলে মারিয়া ও রোমানসহ ৫-৬ জন লোক তাকে একটি অটোরিকশায় তুলে অপহরণ করে বন্দরের মুকফুলদী গ্রামের নির্জন স্থানে নিয়ে আনে এবং ওই স্থানে পূর্ব থেকে অপেক্ষমাণ আরও কয়েকজন তাকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে এক লাখ টাকা মুক্তিপণের দাবিতে মারধর করে। এ সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে এবং মারিয়া ও তার স্বামী রোমানকে আটক করে পুলিশকে জানায়।
এ বিষয়ে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলার পর স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।









Discussion about this post