এক কিশোরী অপহরণের ৩৭ দিন পর উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার একটি গ্রাম থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা তাকে উদ্ধার করেন। এ সময় শাহিন মির্জা নামে অপহরণে নাম আসা ব্যক্তি পালিয়ে যায়।
আজ বৃহস্পতিবার (২০ মার্চ) পিবিআই নারায়ণগঞ্জের সুপার মো. মোস্তফা কামাল রাশেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এসপি মোস্তফা কামাল রাশেদ জানান, সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের কিশোরীকে গত ১০ ফেব্রুয়ারি স্থানীয় মাদ্রাসার সামনে থেকে শাহিন মির্জার নেতৃত্বে চার-পাঁচজনের একটি দল মাইক্রোবাসে অপহরণ করে।
বহু খোঁজাখুঁজির পর না পেয়ে ১৩ মার্চ ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করলে তদন্তের জন্য নারায়ণগঞ্জ পিবিআইকে নির্দেশ দেন আদালত।
এরই ধারাবাহিকতায় গত বুধবার পরিদর্শক আব্দুল বাতেনের নেতৃত্বে সংস্থাটির সদস্যরা অভিযান চালিয়ে শাহিন মির্জার বাড়ি থেকে ওই কিশোরীকে উদ্ধার করেন।
এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারে নাই পুলিশ।
এ ঘটনায় শাহিন মির্জার চাচাতো ভাই জনান, প্রেমের সম্পর্কে তাদের মধ্যে বিয়ে হয়। তারা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছে। বিয়ের বয়স হয়েছে কিনা ? এমন প্রশ্নে জানতে চাইলে তিনি বলেন, প্রেমের বিয়ে বয়স দেখে হয় না।
এসপি মোস্তফা কামাল রাশেদ আরো বলেন, অপহৃত কিশোরীকে উদ্ধার করে আদালতের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপহরণে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে। তবে অপহৃত ওই কিশোরীর পরিবারের সাথে শাহিন মির্জার পরিবারের মধ্যে ব্যাপক আলোচনা চলছে ঘটনা মীমাংশা করার।









Discussion about this post