রূপগঞ্জে একদিকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আর এ সময় মরদেহের পাশ থেকে একটি ছুরিও উদ্ধার করা হয়েছে। অপরদিকে অপর ঘটনায় উপজেলায় পরিত্যক্ত অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের পরিচয় শনাক্ত করা গেলেও নবজাতকটির পরিচয় শনাক্ত করা যায়নি।
আজ শনিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পূর্বাচলের এক নম্বর সেক্টরের একটি প্লটের ভেতর থেকে যুবকের মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত যুবকের নাম দেলোয়ার হোসেন। কিশোরগঞ্জ সদর থানার শোলাকিয়া এলাকার আবু সাঈদের পুত্র দেলোয়ার বলে জানা গেছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী বলেন, স্থানীয়রা মরদেহ দেখে পুলিশে খবর দেয়। মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা যাচ্ছে, রাতের যেকোনো সময় দুর্বৃত্তরা উপর্যুপরি ছুরিকাঘাতে ওই যুবককে হত্যা করে এখানে ফেলে গেছে।
ওসি আরো জানান, মরদেহের পাশ থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। নিহতের প্যান্টের পকেট থেকে জাতীয় পরিচয়পত্র পেয়ে পরিচয় শনাক্ত করা হয়েছে এই যুবকের নাম দেলোয়ার।নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে নিহতের মরদেহ। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
অপরদিকে একই দিনের আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার দাউদপুরে ডেমরা কালীগঞ্জ সড়কের খৈশার এলাকায় পরিত্যক্ত ভিটি থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায়ও ওসি লিয়াকত আলী বলেন, মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। রাতের যেকোনো সময় যে কেউ নবজাতকের মরদেহটি এখানে ফেলে রেখে গেছে বরেও ধারনা করা হচ্ছে।









Discussion about this post