ফিলিস্তিনের মিছিলের নামে আদমজী ইপিজেডের ভেতরে প্রবেশ করে বিশৃঙ্খলা এবং কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনায় সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে বিশৃঙ্খলার অভিযোগে ৪৫ জনকে আটক করে পুলিশ সোপর্দ করেছে সেনাবাহিনী।
আজ শনিবার (১২ এপ্রিল) বিকেলে ইপিজেডের ভেতর থেকে তাদের আটক করা হয়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, আটকরা ফিলিস্তিনের মিছিলের নামে আদমজী ইপিজেডের ভেতরে প্রবেশ করে বিশৃঙ্খলা এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে। আটককৃতরা একটি ফ্যাক্টরির গ্লাসও ভাঙচুর করে। এমন খবরে সেনাবাহিনী ঘটনাস্থল পৌঁছে তাদের আটক করে পুলিশে হস্তান্তর করে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।









Discussion about this post